NFC কি?
NFC এর পূর্ণরূপ হচ্ছে Near-Field Communication. এটি RFID প্রযুক্তির উপর করে বানানো স্বল্প দূরত্বের তারবিহীন যোগাযোগ মাধ্যম।
MRT Pass
MRT Pass হচ্ছে NFC আইসি যুক্ত একটি স্মার্ট কার্ড। এটি দ্বারা অতি সহজেই স্বল্প সময়ে মেট্রোরেলের (ভবিষ্যতে বাস, লঞ্চ, মেট্রোরেল কর্তৃক পরিচালিত শপিং মল ইত্যাদির বিল) ভাড়া পরিশোধ করা যায়।
Rapid Pass
Rapid Pass হচ্ছে NFC ঐশী যুক্ত একটি স্মার্ট কার্ড। এটির নির্মাতা প্রতিষ্ঠান জাপান এর সনি কোম্পানি। বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত সমন্বিত ই-টিকেটিং (One Card for all Transport) এর লক্ষে এটির প্রচলন করা হয়েছে। ঢাকা মেট্রোরেল, বাস র্যাপিড ট্রানজিট, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সার্ভিস, বিআইডব্লিউটিসি’র নৌ-যান সার্ভিস, সরকারি এবং বেসরকারি বিভিন্ন বাস সার্ভিসে এটির মাধ্যমে খুব সহজেই বিল পরিশোধ করা যাবে।
কিভাবে MRT ও Rapid Pass নেওয়া যায়?
MRT Pass
MRT Pass এর জন্য মেট্রোরেল এর যে কোনো স্টেশন থেকে সকাল ৭ঃ৩০ মিনিট থেকে রাত ৭ঃ৩০ এর মধ্যে স্টেশনের Excess Fare Office অথবা Customer Service Centre থেকে নিবন্ধন ফর্ম ক্রয় করতে হবে। কার্ড ইস্যুতে যেসব তথ্য আপনার লাগবে:
- রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এটি স্টেশন থেকে অথবা অনলাইনে বাসায় বসে মেট্রোরেলের ওয়েবসাইট হতে MRT Pass Registration Form ডাউনলোড করে নিতে পারেন।
- বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র তথ্য।
- নগদ ৫০০ টাকা। যার মধ্যে ২০০ টাকা কার্ড বাবদ ডিপোজিট এবং অন্য ৩০০ টাকা কার্ডে রিচার্জ করে দেয়া থাকবে।
মূল্য
নগদ ৫০০ টাকা। যার মধ্যে ২০০ টাকা কার্ড বাবদ ডিপোজিট এবং অন্য ৩০০ টাকা কার্ডে রিচার্জ করে দেয়া থাকবে।
Rapid Pass
ডাচ্-বাংলা ব্যাংকের নিম্নোক্ত শাখা/উপ-শাখা থেকে Rapid Pass ক্রয় ও রিচার্জ করা যাবে
- Sonargaon Janapad Branch, Uttara
- Uttara Branch, Uttara
- Rabindra Sarani Branch
- Pallabi Branch, Mirpur
- Mirpur Branch, Mirpur
- Mirpur Circle-10 Branch
- Ibrahimpur Branch, Cantonment
- Shewrapara Branch, Mirpur
- Corporate Branch, Motijheel
- Indira Road Branch, Farmgate
- Khalpar Sub-Branch, Uttara
- Taltala Sub-Branch, Agargaon
- Secretary Fast Track, Bangladesh Secretariat
- Farmgate Sub-Branch, Farmgate
- Kaoran Bazar Branch, Kaoran Bazar
- Green Road Branch, Panthapath
- Elephant Road Branch
- Segunbagicha Sub-Branch, Segunbagicha
- Bangabandhu Avenue Branch, Gulistan
- Motijheel Foreign Trade Branch, Gulistan
- Shantinagar Branch, Shantinagar
- New Market Branch, New Market
- Satmasjid Road Branch, Dhanmondi
- Dhanmondi Branch, Mirpur Road
- New Eskaton Branch, Eskaton, Mogbazar
- Shamoli Branch, Shamoli
- Khilgaon Branch, Talatala, Khilgaon
- R.K. Mission Road Sub-Branch, Motijheel
- Rampura Branch, Rampura
- Bijaynagar Branch, Bijaynagar
- Bashundhara Branch, Bashundhara
- Tejgaon Branch, Nabisco, Tejgaon
- Mogbazar Branch, Mogbazar
- Mugda Sub-Branch, Mugda
এছাড়া আপনি দিয়াবাড়ি ও আগারগাও মেট্রোরেল স্টেশন এর DBBL এর বুথ থেকেও র্যাপিড পাস ক্রয় করতে পারবেন।
মূল্য
এই Rapid Pass কার্ডের প্রাথমিক মূল্য মাত্র ৪০০ টাকা। তন্মধ্যে মাত্র ২০০ টাকা প্রাথমিক রিচার্জ এবং বাকি ২০০ টাকা উক্ত কার্ডের মূল্য ।
FAQ
MRT অথবা Rapid Pass কার্ডে রিচার্জ কীভাবে করবো?
মেট্রোরেল স্টেশনের টিকেট বিক্রয় মেশিন (Ticket Office Machine, Ticket Vending Machine) থেকে উভয় কার্ডি রিচার্জ করা যাবে। এবং Rapid Pass উক্ত নির্দিষ্ট ব্যাংক থেকেও রিচার্জ করা যাবে।
MRT অথবা Rapid Pass কার্ডে মোবাইল ব্যাংকিং(বিকাশ/নগদ/রকেট/UCASH) এর মাধম্যে রিচার্জ করা যাবে?
না, তবে ভবিষ্যতে মোবাইল ব্যাংকিং থেকেও রিচার্জের ব্যবস্থা করা হতে পারে।
একজন ব্যক্তি সর্বমোট কতটি কার্ড ইস্যু করতে পারবে?
একজন ব্যক্তি চাইলে একাধিক কার্ড ইস্যু করতে পারবেন।
একটি কার্ড দিয়ে একসাথে কতজন যাতায়াত করতে পারবে?
একটি কার্ড ব্যবহার করে একই টাইমে যেকোনো মাত্র একজন ব্যক্তি যাতায়াত করতে পারবেন।
কার্ড হারিয়ে গেলে বা ভেঙ্গে গেলে আপনার করণীয় কী?
আপনার ব্যবহারিত MRT pass কার্ডটি ভেঙ্গে গেলে ২০০ টাকা এবং হারিয়ে গেলে আপনার মাত্র ৪০০ টাকা দিয়ে নতুন কার্ড নিতে হবে।